আব্দুস সাত্তার উপকূলীয় প্রতিনিধি
বিয়ে,জন্মদিন,আকিকা সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের সৌন্দর্য ফুটিয়ে তুলতে সাজসজ্জা ও স্মৃতি ধরে রাখায় অক্লান্ত শ্রম দেওয়া মানুষগুলোর মূল্যায়ন হয় না নেতৃত্বের অভাবে।
শোভাবর্ধনে নিয়োজিত এসব শ্রমিকদের নায্য মজুরি নিশ্চিত,নিরাপত্তা সহ অধিকার বাস্তবায়নে সীমান্ত উপজেলা উখিয়ায় প্রতিষ্ঠা লাভ করে উখিয়া উপজেলা পুষ্প ও শ্রমিক সমবায় সমিতি।
রবিবার (০১ সেপ্টেম্বর), আমিনুল ইসলাম হিরু কে সভাপতি ও হেলাল উদ্দিন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে গঠন করা হয়েছে সংগঠনটির ৬ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি।
আংশিক এই কমিটি আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ করা হবে উল্লেখ করে সংগঠনের এক বিবৃতি বলা হয়, ” উখিয়ায় ইভেন্ট,পুষ্প বিতান সহ সামাজিক অনুষ্ঠানের সাজসজ্জায় জড়িত সাধারণ শ্রমিকদের মুখপাত্র হয়ে কাজ করে যাবে উখিয়া পুষ্প ও ভিডিও শ্রমিক কল্যাণ সমিতি।”
নবনির্বাচিত সভাপতি হিরু অনূভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ” এই সংগঠনের সদস্যদের শ্রম ছাড়া পূর্ণতা পায় না কোন সামাজিক আয়োজন, আমরা চাই আমাদের শ্রমিক ভাইয়েরা সবাই নায্য প্রাপ্যটুকু পাওয়ার পাশাপাশি সমাজের অন্যান্য পেশাজীবিদের মতো মূল্যায়িত হোক।”
প্রসঙ্গত, উখিয়া উপজেলায় কমপক্ষে পাঁচ শতাধিক শ্রমিক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সামাজিক অনুষ্ঠানগুলোর নেপথ্যে শ্রম দিয়ে থাকে। এছাড়াও এই উপজেলায় রয়েছে ডেকোরেশন, পুষ্পবিতান,ভিডিও স্টুডিও কেন্দ্রিক অর্ধশত বাণিজ্যিক প্রতিষ্ঠান।
Leave a Reply