,

রাজৈরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১৬ জন আহত

রাজৈর মাদারীপর থেকে বিপুল কুমার দাস, রাজৈর উপজেলা প্রতিনিধি,

মাদারীপুরের রাজৈরে দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে দুই বাসের চালকসহ প্রায় ১৬,জন আহত হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) বেলা ১২,টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বড় ব্রীজের নিকট এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। এ দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বড় ব্রীজের নিকট ঢাকাগামী সোনালী পরিবহন ও অপর দিক থেকে আসা বরিশালগামী বলাকা পরিবহন যাত্রীবাহী বাস দুটি মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুটি বাসের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। এতে দুই বাসের চালকসহ প্রায় ১৫ জন যাত্রী আহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠায়। এ দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়। এতে দুরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার আসাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category