কাইরুল ইসলাম মামুন আলমডাঙ্গা
গতকাল আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে কলেজপাড়া কল্যান কমিটির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। সকাল ১০টার দিকে মহল্লার প্রবীণ দোকানদার রাজ্জাক স্টোর থেকে বর্ণাঢ্য র্যালি মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই র্যালিটি আলমডাঙ্গার প্রধান সড়ক হয়ে ৭১ মোড়,পুরাতন চারতলার মোড় প্রদক্ষিণ করে, আলমডাঙ্গা সরকারি কলেজ এসে শেষ হয়। পরে নবীন প্রবীনের গল্প, আড্ডা এবং বিকালে নবীন প্রবীনের প্রীতি ফুটবল ম্যাচ ও বনভোজনের খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
গত বছর এই দিনে নিজেদের মহল্লা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মহল্লা বাসীদের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদূঢ করা, আবহমান কাল ধরে বাঙালি সংস্কৃতিকে সমুন্নত রাখা, মহল্লাবাসীদের গুরুজনদের সম্মান এবং ছোটদের স্নেহ, নারী ও শিশুদের নিরাপত্তা বিধান, মাদকাসক্ত থেকে যুব সমাজকে মুক্ত রাখা,সর্বোপরি একটি সুন্দর পরিছন্ন শহর হিসেবে আলমডাঙ্গাকে গড়ে তোলায় ছিলো এই কমিটির মূল লক্ষ্য। যার ফলশ্রুতিতে এই কমিটির আত্মপ্রকাশ ঘটে। দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে কলেজ পাড়া কল্যাণ কমিটি গঠন করা হয়। যা বর্তমানে আলমডাঙ্গা সুধী সমাজের কাছে খুব গ্রহণযোগ্য হয়ে উঠছে।
দিনব্যাপী এই আয়োজনের এবং র্যালির নেতৃত্ব দেন কলেজপাড়া কল্যাণ কমিটির সভাপতি মতিউর রহমান (সাবেক এ জি এম বাংলাদেশ কৃষি ব্যাংক), বিশিষ্ট ব্যবসায়ী ও কল্যাণ কমিটির সাধারণ সম্পাদক হাজী শফি, জোহা ডিগ্রী কলেজের প্রভাষক ডাবলু, আলমডাঙ্গা প্রস্তাবিত নাগরিক কমিটির প্রস্তাবক হাবিবুল করিম চঞ্চল, কল্যাণ কমিটির সাংগঠনিক সম্পাদক শোয়েবুজ্জামান সোহেল, উপদেষ্টা মন্ডলীসহ,কল্যাণ কমিটির জুয়েল,মিতুল,রাজু, কাজল, হুমায়ুন, সামাদ, সেলিম, রমজান, হাশেম, তানভীর, মাজেদুল, হাশেম, তরিকুল, সোহাগ, স্বাধীন প্রমুখ।
Leave a Reply