,

আলমডাঙ্গায় মাদ্রাসার ছাত্রদের রাস্তা পরিষ্কার করার উদ্দোগ

কাইরুল ইসলাম মামুন আলমডাঙ্গা

আলমডাঙ্গা ওয়াবদা তালিমুল কুরআন হাফেজিয়া নুরানীয়া মাদ্রাসার ছাত্ররা আলমডাঙ্গার পৌর এলাকার স্টেশন পাড়ার নান্নু টগর আশু সড়কটির দীর্ঘদিনের ময়লা আবর্জনা পরিষ্কার করার উদ্দোগ নেয় । তারই ধারাবাহিকতায় গতকাল ভোর সাড়ে পাঁচটা থেকে পরিষ্কারের কাজ সুরু করে মাদ্রাসার ছাত্ররা গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন থেকেই ময়লা আবর্জনায় জর্জরিত ছিল। রাস্তাটি পরিষ্কার করার সময় মাদ্রাসার ছাত্রদের সাথে এলাকাবাসীরা ও স্বতঃস্ফূর্তভাবে ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজে অংশ গ্ৰহন করেন। মাদ্রাসার ছাত্রদের এমন এই মহতী উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানান। এব্যাপারে মাদ্রাসার কমিটির সভাপতি শিক্ষক ছাত্ররা সকলে বলেন আমাদের পরিস্কার করার কাজ চলমান থাকবে এবং প্রতিমাসে আমরা রাস্তা পরিস্কার করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category