নিজেস্ব প্রতিবেদক
বৈষম্য ছাত্র আন্দোলন কারীদের এক দফা দাবিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করে চলে যায়। কিছু দুষ্কৃতিকারী পুলিশ প্রশাসনের উপর হামলা ও দেশের বিভিন্ন থানায় ভাংচুর ও অগ্নিসংযোগ দেয় এতে বেশ কিছু পুলিশ সদস্য নিহত হয়। এই ঘটনায় পুলিশ সদস্যরা সারাদেশে কর্মবিরতি ঘোষণা দেয়।
সারা দেশের মতো মানিকগঞ্জেও কর্মবিরতি পালন করে পুলিশ সদস্যরা। বেশ কিছুদিন বন্ধ থাকার পর মানিকগঞ্জ সদর থানার কার্যক্রম পূণরায় চালু করেছে পুলিশ সদস্যরা।
বৃহস্পতিবার মানিকগঞ্জ সদর থানার ওসি মো: হাবিল হোসেন গণমাধ্যম কর্মীদের বলেন বৈষম্যের ছাত্র আন্দোলনের কারণে সরকার পরিবর্তন হলে পুলিশ সদস্যরা আতংক হয়ে আত্মগোপনে চলে যায় । সারা দেশে বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা ভাংচুর ও বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত হয়। সেই পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জ সদর পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করে। পরবর্তীতে আমাদের মাননীয় পুলিশ আইজিপি মহোদয়ের নির্দেশে আমরা মানিকগঞ্জ সদর থানা সকল অফিসার ফোর্স কর্মস্থলে যোগদান করি। বর্তমানে মানিকগঞ্জ সদর থানার আইন-শৃঙ্খলা অবস্থা ভালো আছে। পুলিশ জনগণের বন্ধু পুলিশ জনগণের সাথে আছে। মানিকগঞ্জ সদর থানার সকল কার্যক্রম পূর্ণরায় চালু হয়েছে।
তিনি আরো বলেন জনগণের জান মাল রক্ষায় আমরা সবসময় জনগণের পাশে আস্তাভাজন পুলিশ হিসেবে থাকতে চাই।
Leave a Reply