-
- ধর্ম, রাজনীতি, সারাদেশ
- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
- Update Time : August, 14, 2024, 4:56 pm
- 16 View
আব্দুল্লাহ আল মামুন যশোর
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।১৩ আগস্ট মঙ্গলবার বিকেলে যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা বাজারে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্যামকুড় ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ ইবাদুল ইসলাম মনু, এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের নেতা শামছুদ্দিন আজাদী,ইসলামী যুব আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা এমদাদুল ইসলাম,আবু রায়হান,আব্দুর রহিম, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতী ইস্রাফিল হোসেন। অনুষ্ঠান শেষে একটি মিছিল বের করে চিনাটোলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
More News Of This Category
Leave a Reply