,

উখিয়া ছাত্র সমাজের প্রতি যুগ্ম আহ্বায়ক সালা উদ্দীনের বার্তা

কামাল উদ্দিন উখিয়া

সম্মানিত উখিয়ার ছাত্র সমাজ, আচ্ছালামুয়ালাইকুম, আপনারা সবাই অবগত আছেন, দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলন চলছে। যেটা ছাত্র সমাজের একটি যৌক্তিক দাবী। আমি একজন ছাত্র প্রতিনিধি হিসেবে আমি ও চাই, এই সমস্যার একটি যৌক্তিক সমাধান হউক। আশা করছি খুব দ্রুত সময়ে এই সমস্যার একটি সুন্দর সমাধান হবে। তাই আমার উখিয়া উপজেলার ছাত্র সমাজের প্রতি আহবান জানাচ্ছি আপনারা শান্তি পূর্ণ অবস্থান নিশ্চিত করুন। উখিয়ার ছাত্র সমাজ ইতিপূর্বে তেমন কোনো সংঘাতে জড়াননি। তাই এখনো আশা করব আপনারা শান্ত থাকবেন, যেন আপনাদের ব্যবহার করে তৃতীয় পক্ষ সুবিধা নিতে না পারে।

আজকে অনলাইন মাধ্যমে খেয়াল করলাম বেশ কয়েক টা গ্রুপ খোলা হয়েছে, যেখানে আগামীকাল উখিয়ার বেশকিছু জায়গায় আন্দোলন করার জন্য লাঠি নিয়ে উপস্থিত থাকার আহবান করছে। যা উখিয়ার শান্ত পরিস্থিতি কে অশান্ত করতে পারে।

তাই ছাত্র সমাজ এবং তাদের অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে, উখিয়ায় সুন্দর পরিবেশ বজায় রাখতে সবাই সহযোগিতা করুন।

যেকোনো ধরনের সংঘাত, সহিংসতা এড়িয়ে চলুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category