কামাল উদ্দীন জয় উখিয়া
হার্টের ছিদ্র সমস্যা মিজানুর রহমান (২৩) বাঁচতে চায়। চিকিৎসার জন্য সমাজের বিত্তশালীদের সহায়তা চায় তার পরিবার। উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের খেওয়াছড়ি এলাকার খুরশেদ আলমের ছেলে।
জানা গেছে, পাতাবাড়ি বাজারে মোবাইল দোকানের ব্যবসায়ী ছিলেন মিজানুর রহমান। বিগত ৮ বছর আগে হার্টের ছিদ্র সমস্যা ধরা পড়ে তার শরীরে। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলে। স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে ঢাকা মিরপুর ২ বঙ্গবন্ধু জাতীয় ইনস্টিটিউট হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। চিকিৎসার জন্য এ পর্যন্তন প্রায় ১০ লক্ষ টাকা খরচ হয়েছে। ২ ভাই ১ বোনের মধ্যে মিজানুর রহমান প্রথম পুত্র। ছেলের চিকিৎসার জন্য গচ্ছিত সকল সম্পত্তি উজাড় করে দিয়েও কোন কিনারা পাচ্ছেন না তার পরিবার। বর্তমানে প্রতিদিন চিকিৎসা বাবদ ৮-১০ হাজার টাকা ব্যয় হচ্ছে। পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য আরো ৫ লাখ টাকার প্রয়োজন। অর্থ সংকট এবং শারীরিক দুর্বলতার কারণে অপারেশন করানো যাচ্ছে না।
মিজানুর রহমান এর পরিবার বলেন, নম্র, ভদ্র ও ভালো ছেলে হিসেবে এলাকায় তার সুনাম রয়েছে। আমার জানা মতে আমার ছেলে কখনো কারো ক্ষতি করেনি। তার চিকিৎসার জন্য আমাদের পরিবারের যা কিছু ছিলো সব ব্যয় করা হয়েছে। এখন অর্থ সংকটে তাহার চিকিৎসার ব্যয় নির্বাহ করতে হিমশিম খেতে হচ্ছে। মানবিকতার দৃষ্টিতে এবং আমাদের একজন ভাই হিসেবে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য করলে তার চিকিৎসা চালিয়ে যেতে পারবো। আমি সমাজের মানবিক ও বিত্তশালীদের প্রতি অনুরোধ করবো আপনাদের সামান্য সহযোগিতায় হয়তো আমার ছেলের জীবন বেঁচে যেতে পারে।
Leave a Reply