,

ফরিদপুরে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মিছিল ও স্মারকলিপি প্রদান

ফরিদপুর প্রতিনিধি

বৈষম্যমূলক কোটা পুনর্বহালের রায় বাতিল এবং সরকারি চাকুরীর সকল গ্রেডে কোটা সংস্কারের দাবিতে পথসভা, মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ রবিবার সকাল ১১:৩০ মিনিটে শহরের জনতা ব্যাংকের মোড়ে বৈষম্যমূলক কোটা পুনর্বহালের রায় বাতিল এবং সরকারি চাকুরীর সকল গ্রেডে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীবৃন্দ ফরিদপুর জেলা শাখার ব্যানারে উক্ত কর্মসূচি পালন করেন।

ছাত্র অধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনি বিশ্বাসের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে মহামান্য রাষ্ট্রপতি বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।

সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ফরিদপুর জেলা শাখার সভাপতি আবরার নাঈম ইতু, ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সদস্য এমডি আরাফাত শাহ, বিজয় বিশ্বাস, কায়েস হোসেন, ইমামুল হোসেন, সাইফুল্লাহ, আশামনি প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নেতৃবৃন্দ কোটা প্রথা বাতিল করে সরকারকে নতুন করে আইন প্রণয়ন করে মেধার ভিত্তিতে চাকুরী নিশ্চিত করার দাবি জানান। এছাড়া তারা কোটা আন্দোলনের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে হুশিয়ারি ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category