,

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির  উদ্যোগে চেক ও সনদপত্র বিতরণ 

ফরিদপুর প্রতিনিধি

শনিবার ‌বেলা পৌনে একটায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ প্রকল্পের ফরিদপুর জেলাধীন মধুখালি, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার নারী কর্মীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ‌প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‌ বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুর রহমান। এছাড়া ‌বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ‌সংরক্ষিত মহিলা এমপি মিসেস ঝর্না হাসান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ‌শামীম হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জি, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম মোল্লা, ভাইস চেয়ারম্যান ইমান আলী মোল্লা, ফরিদপুর পৌরসভার মেয়র ‌অমিতাভ বোস প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ফরিদপুর জেলা নির্বাহী পরিচালক মোঃ শহীদুজ্জামান খান। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি ৩ প্রকল্পের ফরিদপুর জেলাধীন মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা  উপজেলায় ২৭০ জন নারী কর্মীদের মধ্যে ‌চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category