,

ফরিদপুরের ছয়টি সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:

শনিবার বিকাল ৪ ঘটিকায় ফরিদপুরের ছয়টি সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার মিরণজিল্লায় হরিজন সম্প্রদায় সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উচ্ছেদ প্রক্রিয়া ভূমি দখলে চির অবসান নির্যাতন নিপীড়ন বন্ধের দাবিতে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে ছয়টি সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনগুলো হলো বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর উপজেলা শাখা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর শহর শাখা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ ও আলিপুর বান্ধব পল্লীর ‌হরিজন কলোনির ‌উদ্যোগে উক্ত কর্মসূচি পালন করে তারা।

ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বিধান কুমার সাহার সভাপতিত্বে এবং যুব ঐক্য পরিষদের সভাপতি তুষার কুমার দত্তের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সজল কুমার সাহা, তাপস কুমার সাহা, সুকেশ কুমার সাহা, ডাক্তার প্রকাশ স্বরূপ রায় অপু, সাংবাদিক সঞ্জীব দাস, কিংকর মিত্র, নন্দকুমার বড়াল, শ্যামল কর্মকার, অ্যাডভোকেট চিরঞ্জিত রায়, সঞ্জয় কর্মকার, উৎপল দত্ত, শ্যামল কুমার জমাদার, রিপন হাড়ি, রঞ্জন জমাদার প্রমূখ।

সভায় বক্তারা বলেন হরিজনরা বাংলাদেশের সন্তান। তারা এ দেশের নাগরিক। তাই, তাদেরকে কোনভাবেই পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না।
আর যারা হরিজন সম্প্রদায়ের নাগরিকদের উপর হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বক্তারা বলেন হরিজন সম্প্রদায় আছে বলেই শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে। আমরা ভালোমতো শহরে চলাফেরা করতে পারছি। অথচ তাদের উপর হামলা করে কোন বাহাদুরি দেখানো মানুষের কাজ নয়। আগামী ৭ দিনের মধ্যে পুনর্বাসন ব্যবস্থা করা না হলে আগামীতে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে প্রতিবাদ সমাবেশে জানানো হয়।

এরপর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, মিছিলটি ফরিদপুর প্রেসক্লাব থেকে শুরু হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category