,

বিনা-প্রতিদ্বন্ধিতায় জেলা পরিষদ সদস্য নির্বাচিত হলেন টেকনাফ আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুব মোর্শেদ

টেকনাফ উপজেলা প্রতিনিধিঃ

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় গত ২৯-০৫-২০২৪ ইং সালে ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে টেকনাফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন জাফর আহমদ।

তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে কক্সবাজার জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। সেখান থেকে পদত্যাগ করে জাফর আহমদ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচন করেন।

কক্সবাজার জেলা পরিষদের সেই শুন্য হওয়া আসনে টেকনাফ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উখিয়া টেকনাফ এর সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলীর পুত্র টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ।

উক্ত পদে থাকা দুই প্রার্থী তাদের প্রার্থিতা আগে থেকেই প্রত্যাহার করে নেওয়ার ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কক্সবাজার জেলা পরিষদ সদস্য নির্বাচিত হন।

প্রার্থিতা প্রত্যাহারকারীরা হলেন, টেকনাফের মোহাম্মদ আলম বাহাদুর ও মাওলানা রফিক উদ্দিন। তারা দুইজন গত ৭ই জুলাই রবিবার টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে তাদের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন পত্র জমা দেন৷

এই ২ জনের প্রার্থীতা প্রত্যাহারের পরে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় জেলা পরিষদের টেকনাফে সাধারণ সদস্য আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ সদস্য -১ নির্বাচিত হয়েছেন সাবেক সংসদ সদস্য প্রয়াত অধ্যাপক মোহাম্মদ আলীর পুত্র মাহবুব মোর্শেদ৷

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আনুষ্ঠানিক প্রত্যাহার দেয়ায় এক প্রতিক্রিয়ায় মাহবুব মোর্শেদ জানান, নীতি আদর্শ ও মেধা মননশীলতাকে কাজে লাগিয়ে বাবার মতো মানুষের জন্যে কাজ করবো,ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category