শাকুর মাহমুদ চৌধুরী, (উখিয়া) কক্সবাজারঃ
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের সোনাইছড়ি নিবাসী বিশিষ্ট আলেমেদ্বীন, রুমখাঁ পালং ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ সভাপতি, এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, আলহাজ্ব মাওলানা অজি উল্লাহ সাহেব আজ বুধবার, ১০ই জুলাই সকাল ৬ ঘটিকায় নিজ বাসভবনে মৃত্যু বরণ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালীন সময়ে তিনি এক পুত্র এবং তিন কন্যা রেখে যান।
মাওলানা অজি উল্লাহ হুজুর ছিলেন উখিয়ার অন্যতম শ্রদ্ধেয় আলেমেদ্বীন। তাঁর বিদায়ের খবর শুনে উপজেলার সর্বস্তরের মানুষ শোকাহত হয়েছেন। মরহুমের মৃত্যুর খবরে উপজেলা প্রেসক্লাব উখিয়ার সভাপতি এম আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল আজিজসহ উখিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তারা বলেন, “হে আরশের অধিপতি মহান আল্লাহ্, মরহুম হুজুরকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মকাম দান করুন, আমিন।”
মাওলানা অজি উল্লাহ সাহেব কেবল একজন শিক্ষকই ছিলেন না, তিনি একজন সফল ইসলাম প্রচারক ছিলেন। তাঁর জীবনের প্রতিটি মুহূর্তে তিনি কুরআনের দাওয়াত দিয়েছেন এবং মানুষকে ইসলামিক শিক্ষায় উদ্বুদ্ধ করেছেন। তিনি দীর্ঘ বছর ধরে উখিয়ায় ইসলাম প্রচারের কাজে নিয়োজিত ছিলেন এবং স্থানীয় মানুষের মধ্যে ইসলামিক শিক্ষার আলো ছড়িয়েছেন। তাঁর উদ্যোগে স্থাপিত রুমখাঁ পালং ইসলামিয়া আলিম মাদ্রাসা উখিয়ার শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, আজ বিকাল ৫টা ৪৫ মিনিটে সওদাগর পাড়া জামে মসজিদ চত্বরে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের জানাজায় এলাকার অসংখ্য মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
মাওলানা অজি উল্লাহ সাহেবের মৃত্যুতে উখিয়ার ইসলামিক সমাজে এক বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে। তাঁর অবদান এবং স্মৃতি চিরকাল উখিয়ার মানুষের হৃদয়ে অম্লান থাকবে।
মহান আল্লাহ্ তাঁর রুহের মাগফিরাত করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।
Leave a Reply