,

সালথা উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যানদের বরণ করলো উপজেলা প্রশাসন

আকাশ সাহাঃ সালথা ফরিদপুর

ফরিদপুরের সালথায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের আনুষ্ঠানিকভাবে বরণ করলো উপজেলা প্রশাসন।এ উপলক্ষে রবিবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভার সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।

সভার শুরুতে উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, ভাইস চেয়ারম্যান মো. শওকত হোসেন মুকুল ও মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা খানমকে ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ইনামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদার, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, সালথা থানা পুলিশের এস আই আবু রাইহান প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category