শাকুর মাহমুদ চৌধুরী
অশান্ত জীবন শুনি শুধু শান্তার বানী
এখনো শেষ হয়নি দু’চোখর পানি।
স্বপ্ন ছিল রঙিন, হাসির খেলা
আজ যেন তা সবই হলো বেদনার মেলা।
চোখের জল ঝরে, মন ভাঙে কাঁদে
শান্তির খোঁজে ছুটে চলে, কোথায় পাবো তাকে?
বাতাসে ভাসে ব্যথার গান
হারানো দিনের সুখের মান।
দুঃখের ছায়া ছাপিয়ে, আশা যায়
শান্তার বানী শুধু মনকে বাঁচায়।
শান্তির বানী হয়তো মিথ্যা নয়
অশান্ত জীবনে সে যেন একমাত্র আশ্রয়।
যখন সব কিছুই হারিয়ে যায়
শান্তার বানী, মনের মধ্যে শান্তি আনে তাই।
অশান্ত জীবন, দু’চোখ ভেজা
শান্তার বানী, সেই শুধু আশা।
এখনো শেষ হয়নি জীবন যুদ্ধ
শান্তার বানী, তাই তো চাই আবার ফিরে আসা।
Leave a Reply