,

মধুপুরে বাস খাদে পড়ে ২জন আহত

শুভ চৌহান মধুপুর উপজেলা প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন মালাউড়ী নামক স্থানে কক্সবাজার থেকে ছেড়ে আসা জামালপুরগামী এমআর ট্রাভেলস বাসটি ৬জন যাত্রী নিয়ে খাদে পড়ে যায়। এঘটনায় ২জন যাত্রী আহত হয়েছে।
বুধবার (২৬জুন) ভোর সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়। মধুপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। গুরুতর আহত কুমিল্লা এলাকার আব্দুর রশিদের ছেলে সাইফুল ইসলাম (২০)কে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং কুমিল্লা বক্রিকান্দি গ্রামের বাসিন্দা মহিউদ্দিনের স্ত্রী জিয়াসমিন(৩৫)কে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রাইভার ঝিমিয়ে পড়ার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পুকুরে গিয়ে পড়ে। ঘটনার পরপরই বাসের লোকজন পালিয়ে যায়। এ নিয়ে পরপর একইস্থানে তিনটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত অপর ১৫ জন আহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category