কামাল উদ্দীন জয়
কক্সবাজারে সেনানিবাস না থাকলে ওই এলাকা আরাকান আর্মি দখল করে নিতো বলে মন্তব্য করেছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ দলীয় হুইপ সাইমুম সরওয়ার কমল। জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি স্থানীয় প্রবাসীদের হয়রানির কথা তুলে ধরে বিদেশে বাংলাদেশি মিশনে কক্সবাজারের ভাষা বুঝে এমন কর্মকর্তা নিয়োগের দাবি জানান।
রবিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নেন সরকার দলীয় এই এমপি।
সংসদে সাইমুম সরওয়ার কমল বলেন, ‘মিয়ানমারের আরাকান আর্মি সশস্ত্র লড়াই করছে। আমার নির্বাচনি এলাকা থেকে মাত্র দুই কিলোমিটারের মধ্যে তাদের অবস্থান। প্রধানমন্ত্রী সেনানিবাস না দিলে আজকে কক্সবাজার অনিরাপদ হয়ে যেত। এতদিনে তারা দখল করে ফেলত। প্রধানমন্ত্রী ইতিমধ্যে সেনানিবাসের জন্য ২০ হাজার কোটি টাকা দিয়েছেন। আমাদের রক্ষিত করেছেন।’
বাংলাদেশে অবস্থান করা মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবি জানিয়ে সাইমুম সরওয়ার কমল বলেন, ‘বাংলাদেশ, ভারত, ভূটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা পরিষদ গঠন করতে হবে। তাহলে বাংলাদেশের নিরাপত্তা বাড়বে, ভারতের নিরাপত্তাও বাড়বে।’
বিভিন্ন দেশে আটক বাংলাদেশিদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ফেরত আনার দাবি জানিয়ে জাতীয় সংসদের সরকারদলীয় এই হুইপ আরও বলেন, ‘মিয়ানমারের কারাগারে আটক অনেককে ফেরত আনা হয়েছে।’
এছাড়াও বিদেশে বাংলাদেশের মিশনে কক্সবাজারের স্থানীয় প্রবাসীদের বিড়ম্বনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘কক্সবাজারের যেসব প্রবাসী সৌদি আরব, মালয়েশিয়াসহ আরব উপসাগরীয় দ্বীপে থাকেন, তারা যখন বিভিন্ন মিশনে (কূটনৈতিক মিশন) পাসপোর্ট নবায়ন করতে যান, মিশনে থাকা কর্মকর্তারা তাদের চেনেন না, বলে তোমরা রোহিঙ্গা। তারা কক্সবাজার ও রোহিঙ্গাদের ভাষার মধ্যে তফাৎ বুঝে না।’
এ জন্য সংশ্লিষ্ট মিশনগুলোতে কক্সবাজারের ভাষা বুঝে এমন কর্মকর্তা নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান।
Leave a Reply