নোয়াখালীর চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে ১কেজি গাঁজা উদ্ধার এবং এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত রেজিয়া বেগম খুকি (৫৫) নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী।
শুক্রবার (৬ জুন) এ ঘটনায় চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার সময় উপজেলার শ্রীপুর পাইকের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসআই সোহরাব হোসেন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর পাইকের বাড়ির দেলোয়ার হোসেনের স্ত্রী খুকি গাঁজা বিক্রির উদ্দেশ্যে ঘরে অবস্থান করেছে, তাৎক্ষণিক দেলোয়ার ঘরের অভিযান চালিয়ে খুকির কাছ থেকে ০১কেজি গাঁজা জব্দ করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় রেজিয়া বেগম খুকি কে গ্রেফতার দেখিয়ে সকালে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply