,

কক্সবাজারে বাদশা ঘোনায় পাহাড় ধ্বসে গর্ভবতী স্ত্রীসহ স্বামীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার জেলা পৌরসভার ৯নং ওয়ার্ডের বাদশা ঘোনায় ভারী বর্ষণের কারণে পাহাড় ধ্বসে গর্ভবতী স্ত্রীসহ স্বামীর মৃত্যু হয়েছে। আজ জুমাবার ২১ই জুন ভোররাত্রে আনুমানিক সাড়ে ০৩:০০ ঘটিকার সময় দিকে পাহাড় ধ্বসের ঘটনাটি ঘটে পৌরসভার ৯ নং ওয়ার্ডে। নিহতদের মধ্যে একজন স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন আনোয়ার হোসেন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী মাইমুনা আক্তার।

বিশেষ সুত্রে জানা যায়, নিহত আনোয়ার হোসেন বাদশা ঘোনা ওমর ফারুক জামে মসজিদের মোয়াজ্জেম। তার সাথে মাইমুনার বিয়ে হয়েছিল সাথে মাত্র ৭ মাস আগে। তাদের অকাল মৃত্যুতে শোকাভিভূত বাদশা ঘোনা এলাকার মানুষ এবং তাঁদের আত্মীয়স্বজন।
প্রত্যক্ষ দর্শী ও পাড়া-প্রতিবেশী এবং স্বজনেরা জানিয়েছেন, সারারাত ভারী বর্ষণের কারণে হঠাৎ ভোররাত্রে পাহাড় ধ্বসে পড়ে। ফায়ার সার্ভিস এবং পুলিশের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করার পর ফোন রিসিভ করা হয়নি স্থানীয়রা অনেক চেষ্টা পর মাটি কেটে উদ্ধারের করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category