সুদর্শন চক্রবর্ত্তী, ফরিদপুর:
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের আলিপুরে অবস্থিত হাসিবুল হাসান লাবলু সড়কের দলীয় কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি
সভাপতি শামীম হক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মিসেস ঝর্ণা হাসান সহ ফরিদপুর জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আগামী ২৩শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী জাকজমকপূর্ণভাবে পালন করা হবে বলে জানান।
বক্তারা বলেন বাংলাদেশের আওয়ামী লীগ মহান স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। বাংলাদেশ এখন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে। দেশে উন্নয়ন হচ্ছে। দেশের মানুষ স্বনির্ভর হচ্ছে। এ ধারা আমাদের অব্যাহত রাখতে হবে।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো: ইশতিয়াক আরিফ তার বক্তব্যের এক পর্যায়ে রাসেল ভাইপার সাপ নিয়ে কথা বলেন। সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, ফরিদপুর কোতয়ালী (সদর উপজেলা) এলাকায় যদি কেউ রাসেল ভাইপার সাপ মারতে পারেন তাহলে জেলা আওয়ামী লীগের সভাপতি তাকে ৫০ হাজার টাকা পুরষ্কার দেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রতিটি সাপ মারার জন্য এই পুরষ্কার দেওয়া হবে। যতজন যে কয়টি সাপ মারতে পারবে প্রত্যেক সাপ প্রতি ৫০ হাজার টাকা পুরষ্কার দেওয়া হবে। এই সাপ থেকে মানুষকে রক্ষা করার জন্য এ ঘোষনা দেওয়া হলো।
Leave a Reply