ঈদগাঁও, কক্সবাজার
কক্সবাজার জেলার রামু উপজেলার দুর্গম এলাকা ঈদগড় ইউনিয়নে স্বামী- স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উপরেরখিল এলাকায় এ ঘটনা ঘটানো হয়।
নিহতরা হলেন রুবিনা আক্তার (১৮) ও তার স্বামী নূর মোহাম্মদ (২৩)। রুবিনা স্থানীয় কামাল হোছন এবং নূর মোহাম্মদ চট্টগ্রামের রাউজানের আলিম উদ্দিনের পুত্র। গত ৬ মাস আগে তাদের বিয়ে হয়। তবে এখনো কোনো ছেলে- সন্তান হয়নি।
স্থানীয় সংবাদকর্মী হামিদুল হক জানান, সশস্ত্র দূর্বৃত্তরা মাটির দেয়াল বেয়ে ভেতরে ঢুকে দরজা খুলে ঘুমন্ত অবস্থায় এ দু’জনকে হত্যা করে পালিয়ে যায়। ঘরে অবস্থানরত রুবিনার মা বিষয়টি টের পেয়ে শোর- চিৎকার শুরু করেন। এতে এলাকাবাসী এগিয়ে আসেন। স্থানীয় ইউপি সদস্য কামরুল আমিন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হয়ে প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে রামু থানা এবং ঈদগড় পুলিশ ক্যাম্পের পুলিশ দল ঘটনাস্থলে যান। কক্সবাজার থেকে সিআইডির একটি টিমও ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত রামু থানার ওসি এবং ওসি (তদন্ত) ইমন চৌধুরী ঘটনাস্থলে ছিলেন।
Leave a Reply