,

মধুপুরে ধর্ষন এর শিকার হলেন গৃহবধূ

শুভ চৌহান মধুপুর উপজেলা প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ি ইউনিয়ন এ ধর্ষনের অভিযোগ উঠেছে ভাগ্নের বিরুদ্ধে, আরিফ নামের এক ভাগ্নে কর্তৃক ধর্ষিত হওয়ার অভিযোগ উঠেছে। ধর্ষণের মাঝখানে একদিন পর বুধবার সারা এলাকায় ঘটনাটি ছড়িয়ে পড়েছে।
ধর্ষণের এ ঘটনাটি ঘটেছে মির্জাবাড়ী ইউনিয়নের পালবাড়ী(মধু পালবাড়ী) দক্ষিণ পাড়ায়। ঘটনা প্রকাশ হওয়ায় দরিদ্র ওই নারীর পরিবারকে হুমকিধমকি দেয়া হচ্ছে। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।
অভিযুক্ত আরিফ ওই গ্রামের মৃত শাহ আলীর ছেলে। আরিফ গত সোমবার বেলা ১২ টার দিকে সহযোগী একই এলাকার মৃত হাফেজ উদ্দিনের ছেলে বাবলু এবং মৃত ইব্রাহিমের ছেলে সাইফুলের সহযোগিতায় ওই নারীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেন।ধর্ষিতা ওই নারী(৩০) জানান, পাশের ভাইঘাট বাজারের একটি মাদরাসায় সন্তানদের(২ জন) খাবার দিয়ে ফেরার পথে সম্পর্কে ভাগ্নে আরিফ তার মুদি দোকানের পিছনে যেতে বলে।
না যাইতে চাইলে পরিণতি ‘খারাপ’ হবে বলে হুমকি দিলে দরজার কাছে যেতেই টান দিয়ে ঘরে নিয়ে মুখ চেপে ভয় দেখায়। এসময় বাবলু, সাইফুল বাইরে থেকে দরজার সিটকিরি আটকিয়ে দেয়। আরিফ ঘরে আটকিয়ে তাকে ধর্ষণ করে। এ কথা জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ছেড়ে দেয় অভিযুক্তরা।
ভয়ে ওইদিন প্রকাশ না করলেও মঙ্গলবার বিকেলে কয়েক মাতাব্বর কে জানানো হয়। রাতে এ নিয়ে মীমাংসার চেষ্টা করে তারা ব্যর্থ হন। বুধবার এক এক করে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। তিনি এ ঘটনায় দায়ীদের শাস্তি চাইলেও থানায় মামলা করতে সাহস পাচ্ছেন না ভুক্তভোগী।
স্থানীয়রা জানান, আরিফ, বাবলু, সাইফুলরা এলাকায় নানা অপকর্মে জড়িত।
ইউপি সদস্য আবু জাফর ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, গোলাবাড়ী ইউনিয়নের বাসুদেববাড়ীর আব্দুল হাই নামের এক মাতাব্বর বিষয়টি মীমাংসার দায়িত্ব নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category