খাইরুল ইসলাম আলমডাঙ্গা
আলমডাঙ্গার ইলেকট্রিক দোকানে ভয়াবহ চুরির ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতির দাবি দোকান মালিকের,
অচল হওয়া ৬০টি সিসি ক্যামেরা সচল করার দাবি ব্যাবসায়ী সহ স্থানীয়দের।
গত বুধবার দিনগত গভীর রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। আলমডাঙ্গার হাই রোডস্থ শিহাব সেনেটারী এন্ড ইলেকট্রিক নামক দোকানে এ ঘটনা ঘটে।
ঘটনার দিন রাত বারোটার সময় প্রোপাইটার মোঃকাজল মিয়া দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই পরেরদিন সকাল ৯ টার সময় দোকান খুলে ভেতরে ঢুকেই, ড্রয়ারের তালা ভাঙ্গা ও দোকানের জিনিসপত্র এলোমেলো দেখে দোকানির সন্দেহ হয়।এ সময় উপরের সিলিং এর দিকে নজর পড়তেই, টিনের চালা থেকে আলো ঢুকতে দেখে চুরির বিষয়ে নিশ্চিত হন।
তাৎক্ষণিক বিষয়টি আলমডাঙ্গা থানা পুলিশকে জানালে, সঙ্গীয় ফোর্সসহ দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তদন্তের স্বার্থের ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ কর্মকর্তা দোকানদারসহ আশপাশের ব্যবসায়ীদের সাথেও কথা বলেন।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক মোঃ কাজল মিয়া জানান, কার্টনসহ ইলেকট্রিক বোর্ড, সুইচ, বাল্ব, ড্রিল মেশিন, বিভিন্ন সাইজের ২০ কয়েল ইলেকট্রিক কেবল সহ প্রায় লক্ষাধিক টাকা পণ্য সামগ্রী চুরি হয়েছে বলে তিনি জানান।
পুলিশ কর্মকর্তা জানান ,চুরির এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখা হয়েছে।
চুরির ঘটনায় শহরের বিভিন্ন ব্যবসায়ীরা ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন।
তারা বলেন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় ৬০ টি সিসি ক্যামেরা স্থাপন করা হলেও বর্তমানে প্রত্যেকটি অকেজো হওয়ায়, চুরির ঘটনা দিন দিন বেড়েই চলেছে বলে সকলে জানান।
এ বিষয়ে প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতাকেই দ্বায়ী করেছেন আমজনতা।
Leave a Reply