মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিলে ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে ফুটপাত দখল করে সবজি ও ফল বিক্রি করার দায়ে ৫জনকে অর্থদন্ড করায় হয়েছে। রোববার (১৯জানুয়ারী) বিকেলে চাটখিল পৌর শহরের সরকারি হাসপাতাল সড়কে অবৈধভাবে ফুটপাত দখল করে সবজি ও ফল বিক্রি করার দায়ে ৫জনের জরিমানা আদায় করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব উসমান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান জানান, স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ অনুযায়ী ৫ জন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানজট নিরসনে চাটখিল উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন এছাড়া ফুটপাত দখলমুক্ত রাখার জন্য সকল স্থাপনা সরিয়ে দেওয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহযোগিতা করেন চাটখিল থানা পুলিশের একটি টিম ও পৌরসভার কর্মচারীরা।
Leave a Reply