,

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত।

রাজবাড়ী জেলা বিক্রয় প্রতিনিধিদের আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ ১৭-১-২০২৫ রোজ শুক্রবার উক্ত মানববন্ধন ও কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিক্রয়ের প্রতিনিধি জোটের মাননীয় সভাপতি মোঃ কামাল হোসেন ইতি (কেন্দ্রীয় কমিটি ঢাকা), সম্মানিত অতিথি হিসেবে যিনি উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ দেলোয়ার হোসেন (সভাপতি রাজবাড়ী পরিবেশক সমিতি), সম্মানিত অতিথি হিসেবে আরো যিনি উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর হোসেন (জয়েন সেক্রেটারী রাজবাড়ী পরিবেশক সমিতি), উক্ত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে আরো যিনি উপস্থিত ছিলেন, রাজবাড়ী বাজার বণিক সমিতির “সাধারণ সম্পাদক “মোঃ আলমগীর হোসেন। সম্মানিত অতিথি হিসেবে আরো যিনি উপস্থিত ছিলেন। মোঃআব্দুল কুদ্দুস বাবু (সহ সভাপতি রাজবাড়ী প্রেসক্লাব), সম্মানিত অতিথি হিসেবে আরো যিনি উপস্তিত ছিলেন সাখাওয়াত হোসেন বিপ্লব (সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি ঢাকা), এছাড়াও বিশেষ অতিথি হিসেবে যিনি ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের, “সাংগঠনিক সম্পাদক “মোঃ মুজিবুর রহমান (কেন্দ্রীয় কমিটি ঢাকা) ‘এছাড়াও বিশেষ অতিথি হিসেবে যিনি উপস্থিত ছিলেন মোঃ ইলিয়াস হোসেন (ইস্পাহানি TO পাংশা উপজেলা), বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটি রাজবাড়ী জেলার উক্ত মানববন্ধন ও কর্মসূচির সভাপতিত্ব করেছেন: “জনাব” মোঃ মিজানুর রহমান (সহ অর্থকারী সম্পাদক পাংশা রিপোর্টার্স ইউনিটি), ও সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট (কেন্দ্রীয় কমিটি ঢাকা)। উক্ত রাজবাড়ী জেলার মানব বন্ধন কর্মসূচি ৮ দফা দাবি গুলো নিচে পেশ করা হলো: ১/ মূল বেতন ১৫০০০হাজার টাকা বাড়ি ভাড়া ৫০০০ হাজার টাকা চিকিৎসা বাবদ ১৫০০ টাকা দুপুরের খাবার বাবদ ৩১২০ টাকা মোট ২৪৬২০ টাকা এবং টি এ মার্কেটে অনুযায়ী দিতে হবে। ২/ সকল বিক্রয় প্রতিনিধিদের চাকুরী স্থায়িত্ব করতে হবে। ৩/ সকল বিক্রয়ের প্রতিনিধিদের প্রভিডেন্ট ফান্ড চালু করতে হইবে। ৪/ কোন বিক্রয় প্রতিনিধিকে চাকুরি থেকে বাদ দিতে হলে তিন মাসের বেতন দিয়ে চাকরি থেকে বাদ দিতে হবে। ৫/ কর্মরত অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে তার পরিবারকে নগদ ১৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিতে হবে। ৬/ পতি ঈদে বেতনের সমপরিমাণ টাকা ঈদ বোনাস ও কমপক্ষে পাঁচদিনের ছুটি দিতে হবে। ৭/ সরকারি সকল ছুটিতে বিক্রয়ের প্রতিনিধিদের ছুটি থাকবে শনিবার ব্যতীত। ৮/ সকল বিক্রয় প্রতিনিধিদের বছরের ১০% হারে বেতন বাড়াতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category