,

মানুষ মানুষের জন্য সংগঠনের শুভ উদ্বোধন ও কম্বল বিতরণ

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,

স্টাফ রিপোর্টার

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর চাটখিলে অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ও মানুষ মানুষের জন্য সংগঠনের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার শাহপুর ইউনিয়নের উত্তর মোমিনপুর মানবতার তরে মানুষ মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্বোধন ও সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল প্রদান করা হয়।

বিশিষ্ট সমাজসেবক ও মানবতার তরে সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক মনির হোসেন বাবুলের সভাপতিত্বে ও হাছান সজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুরে রামগঞ্জ ভাটিয়াল পুর মানবতার তরে সংগঠনের সভাপতি আব্দুল হান্নান পাটোয়ারী, মানুষ মানুষের জন্য সংগঠনের সভাপতি মোরশেদ আলম, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ইয়াসিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, উত্তর মোমিনপুর জামে মসজিদের ইমাম মাওঃ ফজলুল হক, গোলাম মোস্তফা, ভাটিয়াল পুর মানবতার তরে সংগঠনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রাজু, ইমরান হোসেন সোহাগ। মানুষ মানুষের জন্য সংগঠনের ২০২৫-২০২৬ সালের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি মোরশেদ আলম, সহ-সভাপতি সাংবাদিক মনির হোসেন বাবলু, হাছান সজিব, সাধারণ সম্পাদক সাংবাদিক ইমরান হোসেন সোহাগ।

অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করে সংগঠনের সভাপতি মোরশেদ আলম বলেন, মানুষ মানুষের জন্য সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে আমাদের সমর্থন অনুযায়ী কম্বল দিতে চেষ্টা করছি। আগামীতে সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষ এতিম শিশুদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন দায়িত্ব নেওয়া হবে। অসহায় মানুষ ও এতিম দুস্ত মানুষের পাশে সমাজের বৃত্ত বানদের এগিয়ে আসার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category