মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইতালি প্রবাসী নূরুল আলমকে সংবর্ধনায় প্রদান করা হয়। বুধবার বিকেলে উপজেলার পরকোট ইউনিয়নের মুন্সি রাস্তায় গাড়ি যোগে আসলে উপজেলা ও ইউনিয়ন যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নূরুল আলমকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন ইতালি যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক আনোয়ারুল আজিম, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম শামসু, উপজেলা যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বেল্লাল হোসাইন নাঈম, যুবদল নেতা রিয়াদ, ফারুক, জাকির, বাবলু, মনোয়ার, মিন্টু, বাহার, উপজেলা ছাত্রদলের নেতা ইয়াসির আরাফাত মিলন, সৈকত সহ উপজেলা ও ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সংবর্ধনায় শেষে ইতালি প্রবাসী নূরুল আলম পরকোট ইউনিয়নের মেকরারচর গ্রামে পারিবারিক কবরস্থানে তার বাবা মরহুম বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ও পৌরসভার দৌলতপুরে উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি মরহুম আনোয়ার হোসেনের কবরে দোয়া মোনাজাতের মাধ্যমে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন । ইতালি প্রবাসী নূরুল আলম বলেন স্বৈরাচারী হাসিনা সরকারের সন্ত্রাসী হামলায় ও মামলার কারণে আমি দেশে থাকতে পারিনি। তাই জীবন বাঁচাতে বিদেশে যেতে বাধ্য হয়েছি। তিনি আরো বলেন দীর্ঘ ১২ বছর আমি জম্মভূমিতে আসতে পারিনি। কিন্তু আল্লাহর বিচার দেখুন স্বৈরাচারী হাসিনা ও তার দোসররা বাংলাদেশে নেই।
Leave a Reply