মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।
কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাতটি বড় সড় গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে কর্তনকৃত গাছ স্থানীয় এক মেম্বারের জিম্মায় দেয়া হয়েছে। এ মাদ্রাসার শিক্ষক ফরিদুল আলমসহ কর্মরত অন্য শিক্ষকরা জানান, কর্তনকৃত আকাশমনি গাছ গুলির বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছর। গাছের মূল্য দেড় থেকে দুই লক্ষ টাকা হতে পারে। গাছগুলি বেশ লম্বা লম্বা। মাদ্রাসার সুপার মাওলানা নজিব আহমদ জানান, শুক্রবার ঘটনার দিন এ মাদ্রাসার শিক্ষকরা পেকুয়ায় ডক্টর আজহারী সাহেবের মাহফিলে গিয়েছিলেন। এ সুযোগে দূষ্কৃতিকারীরা মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন গাছগুলো কেটে ফেলে। খবর পেয়ে বিষয়টি ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মছিউর রহমান এবং স্থানীয় চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন কে জানানো হলে তাদের হস্তক্ষেপে কর্তনকৃত গাছগুলি ৮ নম্বর ওয়ার্ড মেম্বার নাছির উদ্দিনের জিম্মায় নেয়া হয়েছে। শিক্ষকরা আরো জানান, এ মাদ্রাসার মালিকানাধীন জমিতে ধর্মেরছড়া আদর্শ শিক্ষা নিকেতন নামে অন্য একটি প্রতিষ্ঠান রয়েছে। এ মাদ্রাসার প্রধান নজির আহমদ বাদী হয়ে ২০১৫ সালে কক্সবাজার সদর কোর্টে একটি মামলা করেন। মামলার নম্বর ১৫৪/১৫। যা বর্তমানে কুতুবদিয়া কোর্টে বিচারাধীন রয়েছে। ২০২১ সালে মামলাটি এ কোর্টে স্থানান্তরিত হয়। বর্তমান আদালতে মামলার নম্বর ১০৯/২১। জমির মালিকানা নিয়ে মামলাটি দায়ের করা হয়েছে। জানা গেছে, ১৯৭৭ সালে ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। এ মাদ্রাসার বর্তমান সভাপতি ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা। অন্যদিকে ধর্মেরছড়া আদর্শ শিক্ষা নিকেতন নামক নূরানী মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে। শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি হচ্ছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিত্ব আব্দুল কাদের মাস্টার।
Leave a Reply