ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।
ঈদগাঁওতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের অস্থায়ী সম্মেলন কক্ষে শনিবার সকালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মছিউর রহমান, জালালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর তাজ জনি ও ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ঈদগাহ রশিদ আহমদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জসীম উদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের বিপুল সদস্য উপস্থিত ছিলেন। এদিকে কক্সবাজার সরকারি কলেজে একই দিন শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। ইসলামের ইতহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আজিজুল মোস্তফা বুলুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সোলাইমান বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে সার্থক করতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সৃমদ্ধ বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোঃ মফিজুল হক ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দীন ফারুকী। অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। সভায় বক্তারা শহিদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
Leave a Reply