ফেনী জেলায় ১৪ জুন আজ, কর্মরত পত্রিকা বিপণনকর্মীদের মধ্যে ঈদ উপহার সামগ্রি বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় ফেনী রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রি বিতরণ করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপনের সভাপতিত্বে এবং এটিএন নিউজের জেলা প্রতিনিধি ও দৈনিক ফেনী নির্বাহী সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আবু তাহের, পত্রিকা বিপণনকর্মীদের সংগঠনের সভাপতি আবু তাহের ভূঞা এবং পত্রিকা বিপণনকর্মী মো. ইউনুছ।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দ ও পত্রিকা বিপণনকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply