,

চাটখিলে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের মতবিনিময়

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর চাটখিল সরকারি কলেজ ও মহিলা কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত একটি প্রতিনিধি দলের নেতারা।

মঙ্গলবার দুপুরে চাটখিল মহিলা ডিগ্রি কলেজ
এ উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মঞ্জুরুল রিয়াদ, নোয়াখালী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এজিএস জাহাঙ্গীর খান রাসেল, নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি আনোয়ার হোসেন রকি, সোনাপুর কলেজ ছাত্রদলের আহবায়ক সজীব রহমান সজীব প্রমুখ।

মতবিনিময়কালে ছাত্রদলের সহসভাপতি মঞ্জুরুল রিয়াদ বলেন বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে কী কী করতে পারে তার সংক্ষিপ্ত ধারণা এবং বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, একটি আধুনিক, উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে বিএনপি কাজ করে যাচ্ছে। আগামীতে রাষ্ট্রক্ষমতায় গেলে তার প্রতিফলন দেশবাসী প্রত্যক্ষ করবে।

ছাত্রদল যদি কোন অন্যায় অনিয়মের সাথে সম্পৃক্ত হয় তাহলে ব্যবস্থা গ্রহণের নিশ্চয়তা দিয়ে তিনি আরও বলেন, ছাত্র জনতা দেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম স্বৈরাচার কে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এই ছাত্র জনতা কখনো আর কাউকে স্বৈরাচারের পরিণত হতে দিবে না। আমরা যাই আমাদের দেশের জবাবদিহিতা নিশ্চিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category