,

অধিকৃত পশ্চিমতীরের ক্রমবর্ধমান স্বাস্থ্য সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ডেস্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অধিকৃত পশ্চিমতীরের ক্রমবর্ধমান স্বাস্থ্য সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
সংস্থাটি শুক্রবার এক বিবৃতিতে পশ্চিমতীরে অবিলম্বে বেসামরিক নাগরিক ও স্বাস্থ্য সেবার সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।
সংস্থাটি বলছে, গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে ১০ জুন পর্যন্ত পূর্ব জেরুজালেমসহ পশ্চিমতীরে সহিংসতা বেড়ে যাওয়ায় ৫২১ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের মধ্যে ১২৬ শিশু রয়েছে।
তবে ফিলিস্তিনী কর্মকর্তারা বলছেন, নিহতের সংখ্যা মূলত ৫৪৫ এবং পাঁচ হাজার দ’ুশোরও বেশি লোক আহত হয়েছে। এদের মধ্যে আটশ’ শিশু রয়েছে।
ইসরায়েল ১৯৬৭ সালে পশ্চিমতীর দখল করে। গত এক বছরেরও বেশি সময় ধরে পশ্চিমতীরে সহিংসতা চলছে। গাজা যুদ্ধ শুরুর পর তা আরো বেড়েছে। প্রায়ই সময়ই ইসরায়েল স্বাস্থ্য কেন্দ্রের ওপর হামলা চালায় বলে সংস্থাটি জানিয়েছে।
জাতিসংঘ সংস্থাটি আরো বলেছে, গত ৭ অক্টোবর থেকে ২৮ মে পর্যন্ত এই ধরনের ৪৮০টি হামলা চালিয়েছে ইসরায়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category