,

গণহত্যাকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন

ইউসুফ আলী খান নিজস্ব প্রতিনিধি

গণ অভ্যুত্থানের স্মৃতিচারণ ও শহীদদের স্মরণে ঢাকার আশুলিয়ায় দোয়া মাহফিল, আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আয়োজনে এবং বাংলাদেশ বৈষম্যবিরোধী রাষ্ট্র সংস্কার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এ দোয়া মাহফিল, আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (০৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল শহীদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র- জনতার আন্দোলনের ছাত্র নেতারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণহত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।

এ সময় তারা আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোসরা গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে কোমলমতি শিক্ষার্থী ও জনতার উপর গুলি বর্ষন করে। এতে করে বহু ছাত্র ও জনতা গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন। স্বৈরাচারী সরকারের সেসব দোষরদের বিরুদ্ধে মামলা হলেও তারা এখনো গ্রেপ্তার হয়নি। সেসব বর্বরোচিত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ার প্রদান করেন।

উক্ত দোয়া মাহফিল, আলোচনা সভা ও মানববন্ধনে গাজীরচট এএম স্কুল এন্ড কলেজ, বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, এ ই আর ই স্কুল এন্ড কলেজ, টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন স্কুল এন্ড কলেজের কয়েকশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category