ইউসুফ আলী খান নিজেস্ব প্রতিবেদক
গাজীপুরের কাশিমপুরে নিজ এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় আশুলিয়ার গাজীরচট এ এম স্কুল ও কলেজের ১ম বর্ষের এক ছাত্র সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এব্যাপারে কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হামলার শিকার মো: ইমন মিয়া (১৭) এর পিতা মো: আতাউর রহমান।
ভুক্তভোগী গাজীপুর মহানগরের কাশিমপুর মেট্রো থানার শৈলডুবি গ্রামের ৫নং ওয়ার্ডের মোঃ আতাউর রহমান এর ছেলে মোঃ ইমন মিয়া (১৭)। সে গাজীরচট এএম স্কুল এন্ড কলেজ এর মানবিক বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী।
সন্ত্রাসী হামলার উপযুক্ত শাস্তি ও ন্যায় বিচার দাবী করে সোমবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় আশুলিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী কলেজ ছাত্র ও তার পরিবার।
গণমাধ্যমকে ভুক্তভোগী কলেজ ছাত্র ইমন মিয়া জানান, তিনি আশুলিয়ার গাজীরচট এ এম স্কুল ও কলেজের ১ম বর্ষে অধ্যয়নরত। আমি গাজীপুরের কাশিমপুর থানার ৫নং ওয়ার্ডের শৈলডুবি এলাকায় থাকি। নিজ এলাকার যুবসমাজ মাদকের ভয়াল থাবায় ধ্বংসের মুখে বিধায় তিনি ও তার বন্ধুরা মিলে মাদক ব্যবসার বিরুদ্ধে দাঁড়ান এবং এলাকায় সচেতনতা গড়ে তোলেন। এতে করে ক্ষুব্ধ হয় শৈলডুবি এলাকার আব্দুল সামাদ মাদবর এর ছেলে খাইরুল ইসলাম শান্ত (৩২)। মাদক দ্রব্য বিক্রয়ে বাধা দেওয়ায় ইমনকে দেখে নেবার হুমকি প্রদান করে শাস্ত।
এরই ধারাবাহিকতায় গত ৩০ এপ্রিল ২০২৪ তারিখ নাদিম (২০) ও মোস্তফা (২২) ইমনকে কল করে বাইরে ঘুরতে যাওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। তাদের কথামত সে মোটর সাইকেল নিয়ে বাসার বাইরে বের হয়। ঘোরাঘুরির এক পর্যায়ে সন্ধ্যা অনুমান ৭টায় তারা কাশিমপুর থানাধীন শৈলডুবির চুন ফ্যাক্টরীর উত্তর পাশে রাস্তায় পৌঁছায়। এসময় সেখানে আগে আগে থেকে উৎপেতে থাকা অভিযুক্ত শান্ত তার সাথে থাকা লেজার কাটার দিয়ে ইমনের বাম পায়ের টাকনুর জয়েন্টে লক্ষ্য করিয়া কোপ দিলে উক্ত কোপে তার বাম পায়ের টাকনুর নিচের অংশ কেটে পা হতে বিচ্ছিন্ন হয়ে যায়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ইমনের বাবা তার ছেলের উপর নির্মম হামলার জন্য দোষীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দাবি করেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কথা বলায় সন্ত্রাসীরা আমার ছেলের পা এর নিচের অংশ কেটে ফেলেছে। এখন সে কৃত্রিম পা নিয়ে চলাফেরা করে। তার জীবনটা তো শুরু হতেই শেষ হয়ে গেলো।
তিনি আরও জানান, পরবর্তীতে আমি উক্ত ঘটনার বিচারের জন্য থানা পুলিশের সহায়তার জন্য আসতে চাইলে অভিযুক্তরা আমাকে উক্ত ঘটনার বিষয়ে থানা পুলিশের নিকট যাইতে নিষেধ করে। আমি তাদের উক্ত কথার প্রতিবাদ করলে তারা আমাকে জানে মেরে ফেলবে মর্মে হুমকি দেয়।অভিযুক্তরা যে কোন সময় আমার ও আমার পরিবারের লোকজনদের বড় ধরনের ক্ষতি করতে পারে।
Leave a Reply