মোঃ রেজাউল করিম, ঈদগাঁও,কক্সবাজার
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার অন্তর্গত একমাত্র মাধ্যমিক নারী শিক্ষা প্রতিষ্ঠান ‘ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়’-র আন্ত: বিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪ আজ (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এতে লাল দল ৫-০ গোলে জয়লাভ করেছে। রানার্স আপ হয়েছে নীল দল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা। বিশেষ অতিথি ছিলেন ঈদগাহ রশিদ আহমদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মোঃ মহি উদ্দিনসহ অন্যান্যরা। এতে সভাপতি ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। খেলা পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষক আহমদ কবির। প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সহ- পাঠক্রমিক কার্যক্রমে মনোযোগ দিতে হবে। শরীর ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই।
Leave a Reply