,

ঈদগাঁওতে মেলা বন্ধে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী

 

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার। 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় কথিত মেলার অনুমোদন বাতিল তথা বন্ধের দাবিতে জেলা প্রশাসক, কক্সবাজার বরাবর  আবেদন করেছেন এলাকাবাসী।   ২২ জানুয়ারি এলাকাবাসীর পক্ষে জেলা জর্জ আদালতের আইনজীবী সাইফ উদ্দিন এ আবেদন করেন।    প্রদত্ত আবেদনে উল্লেখ করা হয়, বিগত ১৫ ও ১৬ ডিসেম্বর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিন ব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হয়। প্রশাসনের উপস্থিতি  ও অতি জনসমাগম থাকার পরও ওই মেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আইন- শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।   তারপরও একটি অসাধু চক্র উক্ত মেলা চালু রাখতে চাইলে জনগণের বাঁধার মুখে তা বন্ধ হয়ে যায়। সে থেকে চক্রটি স্থান ও নাম পরিবর্তন করে নানা কৌশলে মেলা আয়োজনের চেষ্টায় তৎপর রয়েছে।   বিগত ২১ জানুয়ারি ঈদগাহ রশিদ আহমদ কলেজ সংলগ্ন পাহাড় ঘেরা মাঠে “ক্ষুদ্র ও কুঠির শিল্প এবং বস্ত্র মেলা”র নামে পাহাড়ি অরক্ষিত এলাকায় মেলার নামে মদ, জুয়া ও অশ্লীল বেহায়াপনার আসর  শুরুর উদ্যোগ নেয়। এ সংবাদ জানাজানি হলে এলাকার হাজারো জনগণ মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেন। যার কারণে পুর্ব নির্ধারিত দিনে মেলার উদ্বোধন হয়নি। এবার চক্রটি আবারো আগামী ২৫ জানুয়ারি এ মেলা উদ্বোধনের অপচেষ্টা করছে।  এলাকাবাসী ও তৌহিদী জনতার দাবি, মেলার স্থানটি যেহেতু পাহাড় ঘেরা ও ঝোপঝাড় বেষ্ঠিত, সেহেতু ধর্ষণ, ডিজিটাল জুয়া, মাদকসহ এতে অপরাধীদের আনাগোনা আশঙ্কাজজনক হারে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে  ।  তাই এলাকার আইন- শৃঙ্খলা সুরক্ষা, উপজেলার সর্বোচ্চ বিদ্যাপিঠের মর্যাদা রক্ষা এবং কোমলমতি  শিশু- কিশোরদের অসামাজিক কার্যকলাপ থেকে রক্ষার স্বার্থে অবিলম্বে কথিত মেলার অনুমোদন বাতিল তথা বন্ধে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন সর্বস্তরের এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category