,

চাটখিলে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,

স্টাফ রিপোর্টার 

মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফের সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির আহ্বায়ক শামসুল আরেফিন শামীম, উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান রানা। আরো বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন বাহার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, লিয়াকত আলী ভুট্টো, শাহজাহান খান সাজু, আনিছ আহমেদ হানিফ, বিআরডিবি চেয়ারম্যান মহিন উদ্দিন তরফদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আজম জগলু, ওমর ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু, পৌরসভা মৎস্যজীবী দলের আহ্বায়ক মীর হোসেন মিলন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নূরুল হুদা পিন্টু, সদস্য আনিছ আহমেদ, পরকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউনুছ, সাধারণ সম্পাদক মোবারক হোসেন পাপ্পু, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রিফাত কামাল আহমেদ, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মাসুদ হাজী, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন লন্টু, শাহাদাত হোসেন মুরাদ, রিয়াজ খোন্দকার সহ উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মীরা। কুরআন মাহফিল ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ মফিজুল ইসলাম । বক্তারা বলেন আপনারা এতো দিন স্বৈরাচারী আওয়ামীলীগ ও তাদের দোসরদের সহায়তায় করতেছেন দয়া করে আওয়ামীলীগের পক্ষে দালালি করবেন না। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আওয়ামী লীগের আশ্রয় ও প্রশ্রয় দাতাদের ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category