,

সাংবাদিক ফরিদের উপর হামলা-থানায় অভিযোগ

 

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার

নোয়াখালীর চাটখিল উপজেলায় কর্মরত দৈনিক বাংলাদেশ সমাচারের চাটখিল প্রতিনিধি ও উপজেলার বানসা গ্রামের মৃত মোবারক উল্যার ছেলে সাংবাদিক মো.ফরিদ খানের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বানসা গ্রামের তফাদার বাড়ির সামনে সন্ত্রাসী সাইফুল ইসলামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিক ফরিদ খান বাদী হয়ে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা যায়, বানসা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে সাইফুল ইসলামের সাথে ব্যাংকে হিসাব খোলা নিয়ে বিরোধ এবং পশ্চিম বানসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে সরকারি খালের উপর দোকান নির্মাণ করাকে কেন্দ্র করে বিরোধের জেরে শনিবার সন্ধ্যায় সাইফুল ইসলামের বাড়ির সামনে একা পেয়ে সাংবাদিক ফরিদের উপর হামলা চালায়। এসময় সাইফুল, শাহানারা বেগম ও ফারজানা আক্তার একত্রিত হয়ে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে বেদম মারধর করে আহত করে এবং তার সঙ্গে থাকা প্রায় ৪০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা ও সাংবাদিকতার বিভিন্ন কাগজপত্র ও আইডি নিয়ে যায়। এ সময় হামলাকারীরা এই বিষয়ে আইনের আশ্রয় নিলে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। পরে সাংবাদিক ফরিদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সাংবাদিক ফরিদ অভিযোগ করে বলেন, সাইফুল ইসলাম দীর্ঘ দিন বিদেশে ছিল। হাসিনা পতনের পর সে দেশে এসে বিএনপির নাম ভাংগিয়ে এলাকায় দখল, চাদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড শুরু করে বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে। এসব থেকে বিরত থাকার অনুরোধ জানালে সে আমার উপর হামলা চালায়। চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, সাংবাদিক ফরিদের উপর হামলার নিন্দা জানিয়ে এই ঘটনায় জড়িতদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্ত্রির দাবি করেন। এ ব্যাপারে চাটখিল থানার ওসি (তদন্ত) মো. সুলতান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগের ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category