পঞ্চগড়ে নুসাইবা এক্সপ্রেস নামে এক যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে হোসনে আরা মালা (৪২) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১৪ পথচারী।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় শহরের প্রাথমিক শিক্ষা অফিসের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মালার পঞ্চগড় পৌরসভার ধাক্কামারা এলাকার শামসুজ্জোহা তরুণের স্ত্রী।
তিনি বেসরকারি এনজিও আশাতে মাঠকর্মী হিসেবে চাকরি করতেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা নুসাইবা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে জেলা শহরের মিঠাপুকুর এলাকা বেশ কয়েকটি ইজিবাইককে ধাক্কা দেয়। পরে জেলা শহরের প্রাথমিক শিক্ষা অফিসের সামনে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় বাসটি। এ সময় মোটরসাইকেলে থাকা হোসনে আরা মালা ছিটকে মহাসড়কে পড়ে যান।
এতে বাসচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সময় আহত হন ১৪ পথচারী। খবর পেয়ে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আহতদের মধ্যে পাঁচজন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। এ বিষয়টি দৈনিক সময় বায়ান্নকে নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ। তিনি বলেন, ঘটনার পর মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান। এ নিয়ে থানায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply