,

উখিয়ার লম্বাঘোনা নিবাসী হাজী আসমত আলী সওদাগর চিরনিদ্রায় শায়িত, শোকার্তে – উপজেলা প্রেসক্লাব

 

শাকুর মাহমুদ চৌধুরী, কক্সবাজারঃ

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের লম্বাঘোনা গ্রামে সবার পরিচিত, সৎ, আদর্শবান এবং সহজ সরল মানুষ হাজী আসমত আলী সওদাগর রবিবার (৫ জানুয়ারি ২০২৫) তারিখ রাতে ইন্তেকাল করেছেন। (ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালীন সময়ে প্রবীণ এ মুরুব্বির বয়স হয়ে ছিলো ৯৮ বছর। তিনি দীর্ঘদিনের ব্যবসায়ী ছিলেন এবং তার পরিবারে বড় ছেলে মাস্টার বদিউর রহমান ও নুরুল ইসলামসহ আরো ছেলে-মেয়ে দুনিয়াতে রেখে গেলেন না ফেরার দেশে।

তাঁর মৃত্যুতে এলাকা এবং পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন “উপজেলা প্রেসক্লাব উখিয়া” এর সভাপতি এম আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরী এবং সংগঠনের অন্যান্য সদস্যগণ। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মকাম দান করেন এবং তাঁর পরিবারকে ধৈর্য ধারণ করার শক্তি প্রদান করেন।

এলাকার জনগণও মরহুমের মৃত্যুর সংবাদে গভীরভাবে শোকাহত। তাঁরা মরহুমের রুহের শান্তি কামনায় দোয়া করার জন্য আহ্বান জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের সহানুভূতির কথা প্রকাশ করেছেন। সোমবার ৬ জানুয়ারি ২০২৫ তারিখে সকাল ১১:৩০ মিনিটে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দরগাহ বিল জামে মসজিদ প্রাঙ্গণে, মরহুমের পরিবার এবং এলাকাবাসীসহ বিভিন্ন জায়গায় থেকে আগত শোকাহত মানুষের উপস্থিতিতে নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। এই শোকাবহ মুহূর্তে সকলেই একত্রিত হয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category