নুরুল আমিন হেলালী,কক্সবাজার
বাংলাদেশের সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মুহাম্মদ আলতাফ হোসেন কর্তৃক প্রস্তাবিত ২১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (২৮ডিসেম্বর)সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ওবায়দুর রহমান শাহীন বলেন,সাংবাদিকরা চতুর্থ স্তম্ভ,সাংবাদিকদেরকে রাষ্ট্রের বিভিন্ন কাজে সম্পৃক্ত করতে হবে,জাতীয় সংস্থা একমাত্র মরহুম আলতাফ হোসেন প্রতিষ্টাতায় এটাই বৈধ। যদি অন্য কেউ কোন জাতীয় সাংবাদিক সংস্থার নাম করে এখন থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব মোঃ কাদের গনি চৌধুরী বলেন,হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে,এখন দেশের সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন হিসেবে যেকোন সরকারি সুবিধাভোগী কমিটিতে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিনিধি রাখতে হবে।
বিশেষ অতিথি মোঃ শহিদুল ইসলাম, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন বলেন,জাতীয় সাংবাদিক সংস্থার ২১ দফা দাবী সেটা আমাদেরও দাবী। আশা করছি বর্তমান সরকার তা পূরন করতে পারে এবং এ লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন,সাংবাদিকদের আত্মসমালোচনা শিখতে হবে। জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইন। কক্সবাজার জেলা সভাপতি নুরুল আমিন হেলালীসহ সমাবেশে দেশের বিভিন্ন বিভাগ, মহানগর,জেলা ও উপজেলা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।বক্তারা সাংবাদিকদের অধিকার রক্ষায় মরহুম মুহম্মদ আলতাফ হোসেন কর্তৃক পেশকৃত ২১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং এই দাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। সারাদেশ থেকে আগত সাংবাদিক ছাড়াও সংগঠনের প্রতিষ্টাতা মরহুম আলতাফ হোসেন এর সহধর্মিণী ও দুই ছেলে বক্তব্য রাখেন। মহাসমাবেশে বক্তারা সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং তাদের অধিকার সুরক্ষার জন্য ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। বক্তারা উল্লেখ করেন, মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের স্বপ্ন ব্যস্তবায়নে এই ২১ দফা দাবি আজ সময়ের দাবি। মহাসমাবেশে সাংবাদিকরা একমত হন যে, যদি দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হয়, তাহলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।
আলোচনা সভাশেষে সারাদেশের শ্রেষ্ট জেলা,উপজেলা,মহানগর ও বিভাগীয় শ্রেষ্ট সংগঠনের সম্মাননা ক্রেস্ট দেয়া। কক্সবাজার জেলা কমিটির সভাপতি নুরুল আমিন হেলালী শ্রেষ্ট জেলা সংগঠক সম্মাননা স্বারক গ্রহন করেন। পরিশেষে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার মহাসমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়।
Leave a Reply