,

আটোয়ারীতে নিহত শহিদ পরিবারের সদস্যদের মাঝে চেক ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

 

মো:শাহানশাহ সোহান জেলা প্রতিনিধি পঞ্চগড়:

পঞ্চগড়ের আটোয়ারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ পরিবারের সদস্যদের মাঝে চেক এবং দুঃস্থ শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়। বুধবার সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

ইউএনও শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আটোয়ারীর সন্তান মোঃ সারজিস আলম। একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান জাহেদ, স্থানীয় জামায়াতের আমীর মোঃ ইউনুস আলী খাঁন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের জেলা সমন্বয়কারী মোঃ ফজলে রাব্বী। উল্লেখ্য যে, উপদেষ্টা ওইদিন সকালে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে সরাসরি অনুষ্ঠানস্থলে আসেন।

সজীব ভুঁইয়া তার বক্তব্যে বলেন, অন্তর্বর্তী সরকারের আমলেই উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মান করার অঙ্গীকার করেন। সেইসাথে আটোয়ারী ক্রীড়া সংস্থার উন্নয়নে বিশ লক্ষ এবং উপজেলার সার্বিক উন্নয়নের জন্য পঞ্চাশ লক্ষ টাকা প্রদান করার ঘোষনা করেন। আলোচনা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পাঁচ শহিদ পরিবারের আট জন সদস্যকে দশ লক্ষ টাকার চেক এবং দুই হাজার দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করেন। অত:পর আবারো তিনি হেলিকপ্টার যোগে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আরেকটি অনুষ্ঠানে যোগদানের উদ্দ্যেশ্যে রওয়ানা করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল কাদের, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আবু ইউসুফ, পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ মতিউর রহমান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ¦ মোঃ কুদরত-ই-খুদা, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান আলী সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category