,

ঈদগাঁওতে মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদের আত্মপ্রকাশ

কক্সবাজার জেলা প্রতিনিধি।

ঈদগাঁওতে বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদের যাত্রা শুরু হয়েছে। গঠিত হয়েছে আহবায়ক কমিটি। ১৯ ডিসেম্বর বিকেলে এ সংগঠনের যাত্রা উপলক্ষে শিক্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন- কেজি স্কুলে অনুষ্ঠিত মতবিনিময়ে আলোচনায় অংশ নেন ঈদগাহ মেহের ঘোনা শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল আজিম, গর্জনীয়া মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসার বাংলা প্রভাষক হাকিম আলী, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইসলাম শিক্ষা) মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক (ইংরেজি) মোঃ হাবিবুল্লাহ, সহকারী শিক্ষক (গণিত) আব্দুল খালেক মিশু ও আশিকুর রহমান, সহকারি শিক্ষক (ব্যবসায় শিক্ষা) দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক (বাংলা) জসিম উদ্দিন, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনসুর মাহমুদ সাইয়েদ, হযরত আলী বিন আবু তালিব (রাদিয়াল্লাহু) মাদ্রাসার সরকারি শিক্ষক নাছির উদ্দিন ও মুজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন চুনতি ফাতেমা বুতুল ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন। সরকারি/ বেসরকারি শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ, স্বীকৃতিপ্রাপ্ত সব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক- কর্মচারীদের চাকরি জাতীয়করণ করা, সিলেবাসে আধুনিক, নৈতিক ও মূল্যবোধ সম্পন্ন বিষয়সমূহ সংযুক্ত করার প্রচেষ্টা করা, ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা এবং শিক্ষকদের আবাসনের ব্যবস্থা করা সহ নানা লক্ষ্য- উদ্দেশ্যে এ সংগঠনটি কাজ করবে বলে জানান আয়োজকরা। শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কল্যাণ ও উন্নয়নের জন্য চেষ্টা করা এবং শিক্ষকগণের ন্যায়সংগত দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে যথাযথ ও সক্রিয় ভূমিকা পালন করা সংগঠনের অন্যতম কর্মসূচি। বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষক- কর্মচারীদের চাকরি জাতীয়করণ করা, স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা করা, চাকরির সময়সীমা ৬৫ বছর করা, মাধ্যমিক স্কুলের পরিচালনা কমিটিকে রাজনৈতিক হস্তক্ষেপ বা প্রভাব মুক্ত রাখা এবং স্কুলের সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা সংগঠনটির অন্যতম দাবি-দাওয়া বলে জানা গেছে। এ সংগঠনের আইন উপদেষ্টা হিসেবে অ্যাডভোকেট এস, কে আহমদকে ফারুকীকে নির্বাচিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category