,

বিজয় দিবস উপলক্ষ্যে আশা শালবাহান স্বাস্থ্যসেবাকেন্দ্রের ফ্রি মেডিকেল ক্যাম্প

মো: শাহানশাহ সোহান জেলা প্রতিনিধি পঞ্চগড়

বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশা দেশব্যাপী পনের হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে।

তারই অংশ হিসেবে ১৭ ডিসেম্বর, ২০২৪ তারিখ মঙ্গলবার আশা শালবাহান স্বাস্থ্যসেবাকেন্দ্র, তেতুলিয়া , পঞ্চগড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন আশা তেতুলিয়া অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ আসাদুজ্জামান।

উক্ত মেডিকেল ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আকবর আলী এবং মোঃ হাবিবুর রহমান হাবিব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন আশা শালবাহান স্বাস্থ্যসেবাকেন্দ্রের হেলথ ইনচার্জ অভিজিৎ কুমার দেবনাথ ও তাকে সহযোগিতা করেন ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল ফারুক এবং স্বাস্থ্য সহকারী মোছাঃ সাজেদা, মোছাঃ নাছিমা, মোছাঃ বীথি, ও আয়েশা সুলতানা। দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেশার, এবং ৫-১৬ বছর বয়সী কিশোর-কিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়। আশা করপোরেট সোস্যাল রেসপনসেবিলিটি (CSR) কার্যক্রমের আওতায় বছরে কয়েক লক্ষ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ, শীতবস্ত্র, স্যানিটেশন ইত্যাদি সেবা প্রদান করে আসছে। যার অর্থ সংস্থার উদ্ধৃত তহবিল থেকে যোগান দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category