,

মহান বিজয় দিবসে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশীদ মামুনের নেতৃত্বে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার

মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে নোয়াখালীর চাটখিল সোনাইমুড়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ। সোমবার সকাল ৯ টায় চাটখিল উপজেলা স্মৃতিসৌধে উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক

নেতাকর্মী নিয়ে পুষ্পমাল্য প্রদান করা হয়। স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মামুনুর রশীদ মামুন বলেন, ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের জনগণের মনোভাব বুঝতে পেরে ১৬ই ডিসেম্বর দীপ্ত কন্ঠে স্বাধীনতা ঘোষণা করেন। সেই বিজয় বিভিন্ন সময় স্বৈরাচারী সরকার দ্বারা বুলন্ঠিত হয়েছে । এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমনিভাবে এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তেমনি ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার হটিয়ে ১৯৯১,২০০১ সালের নির্বাচনে পর গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। কিন্তু দুর্ভাগ্যজনক ফখরুদ্দিন ও মহিউদ্দিনের ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আরোহন করে বাংলাদেশকে ফ্যাসিবাদের স্বর্গরাজ্যে পরিণত করে। তিনি আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ৫ই আগস্ট-২০২৪ এ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী হাসিনা সাঙ্গপাঙ্গসহ ভারতে পালিয়ে যায়। এদেশের জনগণের উপর অত্যাচার, নির্যাতন ও নিষ্ঠুরতা চালানোর কারণে বাংলাদেশে তার থাকার সাহস হয়নি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে যদি কার্যকর করতে হয় তাহলে এ বিজয় দিবসে আমাদের সকলকে শপথ নিতে হবে আর কোন স্বৈরাচার ও ফ্যাসিবাদ শক্তিতে ক্ষমতায় আসতে দেয়া যাবে না। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের আগামী রাষ্ট্রব্যবস্থা কি হবে সে লক্ষ্যে জনগণের কল্যাণে ৩১ দফা ঘোষণা করেছে। ইনশাআল্লাহ যদি বাংলাদেশের মানুষ সুযোগ দেয় এবং যদি আমাদের নেতা তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসে তাহলে আগামীতে গণতান্ত্রিক ও জনভিত্তিক সরকার প্রতিষ্ঠা করা হবে। এসময় উপস্থিত ছিলো চাটখিল উপজেলা পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গসংগঠনের বিপুলসংখক নেতা-কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category