,

ঈদগাঁওতে শুরু ২ দিনের বিজয় মেলা

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।

ঈদগাঁওতে আজ রবিবার উদ্বোধন হয়েছে দুই দিনব্যাপী বিজয় মেলা। সকালে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করেছে উপজেলা প্রশাসন, ঈদগাঁও। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা। এ উপলক্ষে কবুতর ও বেলুন উড়ানো হয়। উদ্বোধন কালে মেলা মঞ্চে উপস্থিত ছিলেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মছিউর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি এম, মমতাজুল ইসলাম, জালালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান ও মেলা উদযাপন কমিটির সদস্য সচিব আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ দিদারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়া। আরো ছিলেন ছিলেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, পোকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদুর রহমান শহীদসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। মেলায় মৃত্যুকূপ, নাগরদোলাসহ বিনোদনের বেশ কিছু ব্যবস্থা রয়েছে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২৪ এর গণঅভ্যুত্থান ও উন্মুক্ত চিত্রাঙ্কন কর্মশালার স্টল এবং দেশি- বিদেশি ইমিটেশন জুয়েলারি ও অন্যান্য সামগ্রীর ৩০ থেকে ৩৫ টি স্টল খোলা হচ্ছে। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। নিরাপত্তা রক্ষায় ঈদগাঁও থানা পুলিশের একটি দল মেলা মাঠে অবস্থান করছেন। ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের দুইদিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ মেলা শুরু হয়েছে। এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category