,

শপথ নিলেন পোকখালী, নাইক্ষ্যংদিয়া ও চৌফলদণ্ডী পানি ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তারা

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।

পোকখালী, নাইক্ষ্যংদিয়া ও চৌফলদণ্ডী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ-র নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শপথ গ্রহণের এ আয়োজন করা হয়। সমিতির ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা সমবায় দপ্তর, ঈদগাঁও এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা, ঈদগাঁও মোঃ দিদারুল। ইসলাম। অন্যদের মধ্যে শুভেচ্ছা মূলক বক্তব্য রাখেন পোকখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কবির আহমদ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়া, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত ও ছাত্র প্রতিনিধি নাহিদুল ইসলাম শাহীন। উপস্থিত ছিলেন সমিতির ব্যবস্থাপনা কমিটির সাবেক কোষাধ্যক্ষ মাস্টার জাফর আলম। অনুষ্ঠানের নির্বাচিত ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের মাঝে গেজেট প্রদান করেন উপজেলা সমবায় কর্মকর্তা। শেষে তিনি সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণকারীদের মধ্যে সভাপতি আজিজুল হক রুবেল, সম্পাদক মোহাম্মদ আব্দুর রব হোছাইন, কোষাধ্যক্ষ সালা উদ্দিন কাদের সহ অন্য কর্মকর্তা- সদস্য- সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা সমবায় কর্মকর্তা তার বক্তব্যে বলেন, নবনির্বাচিতদের সমবায় সমিতির নিয়ম ও বিধিমালার আলোকে স্বচ্ছ ও সুন্দর ভাবে সমিতির কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি সতর্ক করে বলেন, সুমিতের আইন অমান্য করলে বিধি মতে ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। তিনি নির্বাচিতদের যে আশা নিয়ে ভোটাররা বিজয়ী করেছেন পর্যায়ক্রমে তা পূরণ করার আহ্বান জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category