,

অনিবন্ধিত ভূয়া উন্মোচন টিভির চেয়ারম্যান আবদুল্লাহ্ আল নোমান বিরোদ্ধে প্রতিনিধি নিয়োগ এর নামে প্রতারণা

নিউজ ডেস্ক-

নামে বেনামে অন্ধ হয়ে যে যেই নামে পারছেন একটা দুই তিন হাজার টাকায় ওয়েব সাইট কিনে করছেন সাংবাদিকতার নামে করছেন কার্ড দেয়ার নামে চাঁদা বাজি, নতুন প্রজন্ম ভিক্তিক আগ্রহী যারা সাংবাদিকতার পেশাকে সম্মান জানিয়ে সেচ্ছায় যোগ দিচ্ছেন সাংবাদিকতার মতন মহান পেশায় ঠিক তাদের কে টারগেট করে কার্ড দিবে বোম ,নিয়োগ পত্র দিবেন বলে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। এমনি চার জন ভুক্তভোগীর তথ্যের ভিক্তিতে অনুসন্ধানে নামে সময় টিভির অনুসন্ধান এক টিম। অনুসন্ধানে প্রার্থমিক তদন্তে এমনি প্রমান মিলেছে হবিগঞ্জ জেলার আবদুল্লাহ্ আল নোমান উন্মোচন টিভির চেয়ারম্যানের বিরোদ্ধে যার মোবাইল নাম্বার ০১৮২২৪৫৪২৩৪, যে প্রতিষ্ঠানের নেই কোন নিবন্ধন এমনকি হেড অফিসের নেই কোন অস্থিত্ব তিনি নিজেও জানে না একটি টিভির লাইন্সেস পেতে কি কি দরকার হয় এইটি কি স্যাটেলাইট টিভি না অনলাইন আইপি টিভি, জানা যায় ২০১৭ সালে সরকারি ভাবে কথা থাকলেও কিছু অনলাইন নিউজ পোর্টাল ও অনলাইন আইপি টিভির লাইন্সেস দিবে সরকার সে সারকূলারে যে নিয়ম নীতি দেখানো হয়, সে অনুপাতে এই উন্মোচন টিভির চেয়ারম্যান নামক বাটপার যার সাংবাদিকতার নীতি মালা অনুযায়ী তার পড়াশোনা ও তেমন নেই , সেই সাথে অভিজ্ঞার বিষয় জানলে তার ও গরমিল বাধে, এ বিষয় আমরা এক অনুসন্ধান চালালে আগে যোগাযোগ করি তথ্যমন্ত্রনালয় টিভি নিবন্ধন বিভাগে, সেখানে জানতে পারা যায় যে কোন নিয়ম মতন আবেদন জমা পড়ে নাই এ বিষয় নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রনালয়ের সিনিয়র তথ্য কর্মকতা (টিভি নিবন্ধন শাখা )প্রশাসন বিভাগ (১)। এ বিষয়টি নিয়ে সময় টিভির অনুসন্ধান টিম আরো তদন্ত শুরু করলে বেড় হয়ে আসে এই হবিগঞ্জ জেলার আবদুল্লাহ্ আল নোমান উন্মোচন টিভির চেয়ারম্যানের, সেখানে কেঁচো খোড়তে সাপ বেড় হয়ে আসার মতন অবস্থা , অনুসন্ধানে বেড়িয়ে আসে এই আবদুল্লাহ্ আল নোমান তিনি সাবেক আওয়ামী লীগের ভূইফোঁড় সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতা পরিচয়ে তার নিজের জেলায় অনেক ক্ষমতা দেখিয়ে চলতেন অনেক অভিযোগ পাই যা পূর্বে আমাদের সাথে যোগাযোগ করেন এই উম্মোচন টিভির চেয়ারম্যান কয়েক জন সাংবাদিকের সাথে নিয়োগ দিবেন বলে টাকা নিয়ে প্রতারণা করেন ঠিক তাদের মতন। এই ভূয়া প্রতারক এর বিষয় জানা যায় সাবেক ক্ষমতাশীনদল আওয়ামীলীগ ক্ষমতা হারালে তিনি এই উন্মোচন টিভির পরিচয়ে নিজের পরিচয় তুলে সামনে আসেন, তিনি প্রতিনিধি নিয়োগ দিবেন বলে হাতিয়ে নিচ্ছেন সারা দেশে থেকে লাখ লাখ টাকা । এ বিষয় হবিগঞ্জ পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল হক মুন্সী অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল কে জানালে তিনি এই নামে কোন টিভি বাংলাদেশে নেই তার জানা নেই তবে এই আবদুল্লাহ্ আল নোমান উন্মোচন টিভির চেয়ারম্যান এর বিরোদ্ধে কোন ভুক্তভোগী অভিযোগ করলে তার বিরোদ্ধে দুত ব্যবস্থা নিবেন বলে জানান সময় টিভি অনুসন্ধান টিমকে । শুধু এখানেই শেষ নয় এই বিষয়ে সময় টিভি অনুসন্ধান টিমের তদন্ত চলমান , এই প্রতারক হবিগঞ্জ জেলার আবদুল্লাহ্ আল নোমান উন্মোচন টিভির চেয়ারম্যানের নামে যদি আরো কোন তথ্য থাকে তাহলে আমাদের এই ই-মেইলে [email protected] পাঠিয়ে দেবার অনুরোধ রইলো। সম্পূর্ণ তদন্ত শেষে নেয়া হবে আইনি ব্যবস্থা, ঠিক তত ক্ষন আমাদের সাথে থাকুন সময় টিভি অনুসন্ধান টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category