,

মণিরামপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ

আব্দুল্লাহ আল মামুন যশোর

ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে গতকাল রবিবার মণিরামপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মণিরামপুরের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। বেলা গড়ানোর সাথে সাথে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা সহ আসপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হতে থাকে মণিরামপুর উপজেলা শহীদ মিনার চত্তরে। নানান সব ভারত বিরোধী স্লোগান ও প্লাকার্ড হাতে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে শহীদ মিনার চত্তর। শতশত শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বিশাল ভারত বিরোধী বিক্ষোভ মিছিল বের করে মণিরামপুর বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। মিছিলটি মণিরামপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো মিলিত হয় উপজেলা শহীদ মিনার চত্তরে। মিছিল পরবর্তী মণিরামপুর বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। তাসনিম হাসান বর্ষার সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি সাইমুম,জাবের,হাসাইন ইকবাল সানি,তাহমিদ, শরিফ মাহমুদ,আফরিন আনিকা ও সোনিয়া খাতুন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category