,

মণিরামপুরে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

 

আব্দুল্লাহ আল মামুন মণিরামপুর

আগামি ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে আয়োজিত এ প্রস্তুতিমূলক সভায় আমন্ত্রিতদের সাথে ২টি দিবস উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় করেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না।
আসন্ন বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২৪ইং যথাযথ মর্যাদায় উদযাপন করতে যাওয়া অনুষ্ঠান ২টি বাস্তবায়নে কোন ধরনের অপৃতিকর ঘটনা না ঘটে সে দিকে খেয়াল রেখে মনিরামপুর উপজেলা প্রশাসনের সাথে সম্পৃক্ত থেকে স্থানীয় সকলকে নিয়ে একতাবদ্ধ থাকবেন বলে জানিয়েছেন মনিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এড শহীদ মোঃ ইকবাল হোসেন।
সকালে আয়োজিত এ প্রস্তুতিমূলক সভায় মনিরামপুর থানা তদন্ত কর্মকর্তা নূর মোহাম্মদ, মনিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান মোঃ সেফায়েত হোসেন,মনিরামপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান সহ আরো উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন যশোর জেলা বিএনপির সহ সভাপতি মোঃ আবু মুছা।
৭১ এর মুক্তিযুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত জাতীয় এ দুইটি দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এ প্রস্তুতি সভাকে বাস্তবায়নে নিজেদের দায়িত্বশীল রাখবেন বলে ঘোষণা দেন বৈষম্য বিরোধী আন্দোলনের মনিরামপুরের শিক্ষার্থীরা সহ উপস্থিত মনিরামপুর উপজেলা ও পৌর বিএনপির ছাত্রদল,যুবদল,কৃষকদল সহ অন্যান্য বিভিন্ন রাজনৈতিক অংগসংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category